মায়ের স্বপ্ন পূরণেই নিজেকে গড়ছেন পূজা চেরি

বিনোদন ডেস্ক: শিশুশিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন বর্তমান সময়ের নায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর। এরইমধ্যে দর্শকদের উপহার দিয়েছেন ডজনখানেক চলচ্চিত্র। গেলো ঈদে পূজা চেরি অভিনীত দুইটি ছবি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায় একটি চলচ্চিত্র-পরিচালক সুমন ধরের ‘আগন্তুক’। ছবিতে পূজার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

এ দিকে মাস তিনেক আগে মা হারান পূজা চেরি। কিন্তু মায়ের স্বপ্ন ছিলো, চলচ্চিত্র অঙ্গনে মেয়ে পূজার প্রতিষ্ঠা পাওয়া। অভিনেত্রীর মা চাইতেন, পূজা দারুণ সব চলচ্চিত্রের অংশ হোক। যেন অসাধারণ সব চরিত্রে অভিনয় করে পূজা মানুষের মনে স্থায়ী আসন গড়তে পারেন।

সাফল্যের উপায় জানালেন পূজা চেরি

সম্প্রতি এক গণমাধ্যমকে এই অভিনেত্রী জানান, মায়ের রেখে যাওয়া উপদেশ মাথায় নিয়েই নিজেকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন তিনি। পূজার কথায়, মা সব সময়ই বলতেন, ‘পূজা, তুমি শক্ত মনের মানুষ। তোমার পথে যত বাধাই আসুক, তুমি কাটিয়ে উঠতে পারবে, সেই বিশ্বাস আমার আছে। চেষ্টা করছি মায়ের স্বপ্ন পূরণ করতে।’

আসন্ন চলচ্চিত্র নিয়ে পূজা জানান, সামনে আরো কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছে। যেগুলো মুক্তি পেলে তার ক্যারিয়ার নতুন গতি পাবে। তবে সেই সিনেমাগুলোর নাম বা সহশিল্পী নিয়ে এখনই কোনো তথ্য দেননি এই অভিনেত্রী।

‘বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমণি’

বিনোদন অঙ্গনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরির। ছোটবেলায় বিজ্ঞাপনচিত্র দিয়ে শুরু হয় তার ক্যারিয়ার। চলচ্চিত্রেও সমানতালে শিশুশিল্পী হিসেবে কাজ করেন। ছয় বছর আগে নায়িকা হিসেবে পূজার সিনেমায় প্রথম যাত্রা শুরু হয়। তার অভিনীত প্রথম ছবি ‘নূরজাহান’-এ নায়ক ছিলেন কলকাতার আদৃত।

দ্বিতীয় ছবি পোড়ামন ২ দিয়ে নিজেকে নিয়ে আসেন আলোচনায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পূজাকে। একে একে অভিনয় করেন দহন, প্রেম আমার ২, শান, গলুই, হৃদিতা, জ্বীন’ ও লিপস্টিক সিনেমায়। গলুই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

এক দল সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ

ঢাকা অফিস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম...

মেহজাবীনের চোখে ‘দাগি’: শুধু সিনেমা নয়, এক অনন্য অভিজ্ঞতা!

বিনোদন ডেস্ক: এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে দর্শকদের মন...

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

লিটন ঘোষ জয়, মাগুরা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা...

কাল সারাদেশে শিক্ষার্থীদের মহাসমাবেশ

ঢাকা অফিস: ছয় দফা দাবি আদায়ের আন্দোলনে থাকা কারিগরি...