স্বামী প্রবাসে ১৫ মাস, স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা!

প্রবাসীর স্ত্রী চরফ্যাশনে মেহেদী হাসান উজ্জ্বল (২৫) নামে এক যুবকের সঙ্গে পরকীয়া করে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এবং আশেপাশের নারী-পুরুষ গৃহবধুকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান।

রবিবার উপজেলার জাহানপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আবু হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরে প্রবাসী স্ত্রী গর্ভের সন্তানের বাবার স্বীকৃতি পেতে যুবক উজ্জ্বলের বাড়িতে অবস্থান নিয়েছেন। উজ্জ্বল ওই ওয়ার্ডের বাসিন্দা।

ঘটনাটি জানাজানির পর ওই গৃহবধুকে শ্বশুরবাড়ির লোকজন প্রবাসীর বসতঘর থেকে বের করে দেয়ার পর উজ্জ্বলের বাড়িতে অবস্থান নিয়েছেন। এরপরই তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবু হাওলাদারের ছেলে হেলাল হাওলাদারের সঙ্গে চার বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাদের এক পুত্রসন্তান জন্মগ্রহণ করে। তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিলো। এর মধ্যে গত ১৫ মাস আগে স্বামী হেলাল হাওলাদার টাকা উপার্জন করতে সৌদি আরবে পাড়ি জমান। এ সুযোগে বাড়ির পাশের বাসিন্দা উজ্জ্বলের সঙ্গে গৃহবধু পরকীয়ায় লিপ্ত হন। একপর্যায়ে প্রবাসীর স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর প্রবাসীর স্ত্রীকে রবিবার স্বামীর পরিবারের সদস্যরা ঘর থেকে বের করে দেন। পরে ওই দিনই প্রবাসীর স্ত্রী তার গর্ভের সন্তানের বাবার স্বীকৃতি পেতে উজ্জ্বলের বাড়িতে অবস্থান নেন।

এ ব্যাপারে প্রবাসীর বোন জয়নব বেগম জানান, ১৫ মাস আগে আমার ভাই বিদেশ গেছে। এর মধ্যেই আমার ভাবি ছয় মাসের অন্তঃসত্ত্বা। ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। সে বলেছে ঘর থেকে বের করে দিতে, তাই আমরা বের করে দিয়েছি।

ওই গৃহবধূ বলেন, এ ঘটনা যে ঘটাইছে তার বাড়িতে আমি অবস্থান নিয়েছি। তার মা আমাকে মেনে নিয়েছে। এর বাইরে তিনি আর মন্তব্য করেননি।

এ ঘটনার পর থেকে উজ্জ্বল পলাতক থাকায় বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবকের মা বলেন, আমি ও আমার ছেলে ওই নারীকে মেনে নিয়েছি।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

এক দল সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ

ঢাকা অফিস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম...

মেহজাবীনের চোখে ‘দাগি’: শুধু সিনেমা নয়, এক অনন্য অভিজ্ঞতা!

বিনোদন ডেস্ক: এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে দর্শকদের মন...

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

লিটন ঘোষ জয়, মাগুরা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা...

কাল সারাদেশে শিক্ষার্থীদের মহাসমাবেশ

ঢাকা অফিস: ছয় দফা দাবি আদায়ের আন্দোলনে থাকা কারিগরি...