যশোর

যশোর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ছোট ও সাধারণ সম্পাদক শাহীন

| November 25, 2023

যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে আবু মোর্ত্তজা ছোট ৩১৯ ও সাধারণ সম্পাদক পদে শাহানুর আলম শাহীন ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ইসমত হাসার ফলাফল ঘোষণা করার সময় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র দুইজন বিজয়ী হয়েছেন।

তিনি আরো জানান, সহ-সভাপতি দুইটি পদে গাজী মুহাম্মদ মাহফুজুর রহমান ও মনজুর কাদের আশিক বিজয়ী হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জুলফিকার আলী, সহকারী সম্পাদক দুইটি পদে আফরোজা সুলতানা রনি ও তাহমিদ আকাশ বিজয়ী হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান বিজয়ী হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে সেলিম রেজা, শাহানাজ সুলতানা রিনা, বোরহান উদ্দিন সিদ্দিকী, জান্নাতুল ফেরদৌস ও মাহমুদ কবীর কাকন বিজয়ী হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয় বিকাল ৪টা পর্যন্ত। ৫৩২ জন ভোটারের মধ্যে ৫২৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply