Uncategorized

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার

| November 25, 2023

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদকেে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের জিরতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

এসপি শহীদুল ইসলাম জানান, অগ্নিসন্ত্রাস ও নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply