৫৮ মন্দিরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার প্রদান

বরিশালের বানারীপাড়ায় সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হকের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম।

বিশেষ অতিথি ছিলেন, বরিশাল সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান জলিল ঘরামী, সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।

এবার ৩২৪০৮ মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুজন মোল্লা ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।

এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি পৌর শহরসহ উপজেলার আট ইউনিয়নের ৫৮টি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেন।

একই অনুষ্ঠানে বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার ইউনুসের ব্যক্তিগত অনুদানের অর্থও প্রদান করা হয়।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, হতে পারে কালবৈশখী ঝড়

ধেয়ে আসছে বৃষ্টিবলয়। ফলে দেশের বিভিন্ন স্থানে কালবৈশখী ঝড়...

যশোরে অজ্ঞাত ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের সামনে থেকে...

বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের...

মা মোবাইল ভেঙ্গে ফেলায় ফাঁস নিলো কিশোরী

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার চাটখিলে মা মোবাইল ফোন ভেঙ্গে...