ইসলামিক নাম নিয়ে আপত্তি: ‘পুলসিরাত’ এখন ‘সরদার বাড়ির খেলা’

ইসলামিক নাম নিয়ে আপত্তির মুখে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শবনম বুবলী ও জিয়াউল হক রোশান অভিনীত একটি সিনেমার নাম পরিবর্তন করা হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটির আগের নাম ছিলো ‘পুলসিরাত’, যা এখন পরিবর্তন করে রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’।
সিনেমাটির নাম পরিবর্তনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এর অন্যতম অভিনেতা জিয়াউল হক রোশান। তিনি জানান, আপত্তির কারণেই ‘পুলসিরাত’ নামটি পরিবর্তন করে নতুন নাম ‘সরদার বাড়ির খেলা’ রাখা হয়েছে।
অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ে বিতর্ক, মুখ খুললেন বুবলী
চিত্রনায়ক রোশান বলেন, ‘পুলসিরাত একটি ইসলামিক নাম হওয়ায় এটি পরিবর্তন করতে বলা হয়েছে।’ যদিও সিনেমাটি শুরুতে ‘পুলসিরাত’ নামেই সরকারি অনুদান পেয়েছিল। তবে পরবর্তীতে যখন প্রিভিউ কমিটিতে জমা দেওয়া হয়, তখনই নাম পরিবর্তনের নির্দেশ আসে বলে জানান রোশান।
এদিকে, সিনেমাটির পরিচালক রাখাল সবুজ জানিয়েছেন, গল্পের সঙ্গে ইসলামিক বিষয়ের কোনো সম্পর্ক নেই। যেহেতু এটি অনুদানের সিনেমা, তাই মন্ত্রণালয়ের কথা রাখতে হয়েছে। তিনি আরও জানান, প্রায় দুই সপ্তাহ আগে সিনেমাটি নতুন নাম ‘সরদার বাড়ির খেলা’ হিসেবে সার্টিফিকেশন বোর্ড থেকে সেন্সর ছাড়পত্র পেয়েছে।
উল্লেখ্য, পরিবর্তন হওয়া নাম ‘সরদার বাড়ির খেলা’ হিসেবে রোশান ও বুবলী অভিনীত এই সিনেমাটি আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।
স্বাআলো/এস