যশোরেই প্রথম উঠেছিলো বিজয়ী বাংলাদেশের রক্ত সূর্যখচিত গাঢ় সবুজ পতাকা। ১৯৭১ সালের ৬ ডিসেম্বরের দিনটির মধ্যভাগে যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাকবাহিনীরা। প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা। আজ সেই ঐতিহাসিক যশোর মুক্ত দিবস।
বুধবার (৬ ডিসেম্বর) দিনটি উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় টাউন হল মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য বিজয় র্যালি।
র্যালিটি শহরের ঈদগাহ ময়দান, চিত্রার মোড় হয়ে দড়াটানা দিয়ে বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন, জেলা প্রশাসক (ডিসি) আবরাউল হাসান মজুমদার, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ডা. আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন অর রশিদ, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
এছাড়া শোভাযাত্রায় সরকারি এমএম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএ