চৌগাছায় বোনকে ধর্ষণ, যুবক গ্রেফতার

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী চাচাতো বোনকে (১৫) তার প্রেমিকের সাথে দেখা করানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে ইকরামুল মন্ডল (৩১) নামে এক যুবক।

এ ঘটনায় মেয়েটির মায়ের করা মামলায় ধর্ষককে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ।

গ্রেফতারকৃত ইকরামুল মন্ডল উপজেলার একটি গ্রামের আলাউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আগেও রয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় গ্রামের একটি বাঁশবাগানে এই ঘটনা ঘটলেও ২ ফেব্রুয়ারি রাতে মেয়েটির মা চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর পুলিশ অভিযান চালিয়ে একমাত্র আসামিকে গ্রেফতার করেছে।

মামলার অভিযোগ ও মেয়েটির পরিবারের সূত্রে জানা যায়, মেয়ের বাবা বেশ কিছুদিন আগে মারা যান। মেয়েটি চৌগাছার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তুহিন নামে একটি ছেলের সাথে মোবাইলে তার প্রেমের সম্পর্ক হয়। মাঝে মধ্যে মেয়েটি চাচাতো ভাই ইকরামুলের মোবাইল থেকে তুহিনের সাথে কথা বলতো। গত ১ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪টার দিকে ইকরামুল গোপনে মেয়েটির বাড়িতে গিয়ে মেয়েটিকে তার বন্ধু তুহিনের সাথে দেখা করিয়ে দেয়ার আশ্বাস দেয়। তার কথামতো মেয়েটি ওইদিন সন্ধ্য ৬টার দিকে গ্রামের একটি বাঁশ বাগানে পৌছালে তাকে ভুল বুঝিয়ে সুকৌশলে গ্রামের মাঠের একটি সরিষা খেতের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটির বন্ধু তুহিনের কাছে পৌছে দেয়ার নাম করে চৌগাছা বাজারে নেয়। সেখান থেকে নিয়ে উপজেলার একই ইউনিয়নের অন্য একটি গ্রামে মেয়েটির এক বান্ধবীর বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।

একপর্যায়ে মেয়েটির বান্ধবীর বাড়িতে ফোন করে পরিবারের সদস্যরা জানতে পারেন মেয়েটি সেখানে আছে। এরমধ্যে মেয়েটি ভয়ে কাউকে কিছু না বললেও পরে অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে ঘটনা খুলে বলে। এরপর মেয়েটির মা চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের কাছে অভিযোগ দিলে তিনি তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ইকরামুলকে গ্রেফতার করেন।

জানা যায়, ইকরামুল এরআগেও এ ধরনের ঘটনা একাধিকবার ঘটিয়েছে। তিন বছর আগে পাশের গ্রামের একমেয়ের ঘরে ঢুকে পড়লে মেয়েটির মা’ বাইরে থেকে ছিটকানি দিয়ে ইকরামুলকে আটকে দেন। সে ঘটনায় গ্রাম্য বিচারে ৪০ হাজার টাকা জরিমানা দিতে হয় তাকে। এরআগে নিজ গ্রামের সংখ্যালঘু পরিবারের এক পুত্রবধূর সাথে অনৈতিক সম্পর্কের ছবি ও ভিডিও প্রবাসে থাকা তার স্বামীকে পাঠিয়ে ব্লাকমেইলিং করার পর ওই নারী আত্মহত্য করেন। গ্রাম্য প্রভাবশালী হওয়ায় মেয়েটির পরিবার বিষয়টি গোপন করে তাদের মেয়েকে সমাহিত করে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ইকরামুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক-হেলমেট

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় হেলমেট ও মাস্ক পরে...

মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন, পরীমনির বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা...

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবক নিহত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় আসাদুল (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ...

নদী ভাঙন রোধ ও রেগুলেটর চালুর দাবিতে কোম্পানীগঞ্জে হাজারো মানুষের মানববন্ধন

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে বামনী...