সাতক্ষীরায় শিশুকে ধর্ষণ, ইমাম আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: প্রাক প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি মাদরাসা ছাত্র ও স্থানীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) তাকে সাতক্ষীরা শহরের সদর হাসপাতাল মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ সাতক্ষীরা সদরের জিফুলবাড়িয়া কামিল মাদরাসার প্রথম বর্ষের ছাত্র, বালুইগাছা মসজিদের ইমাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক শাকিল আহম্মেদ জানান, রবিবার বিস্কুটের প্রলোভন দেখিয়ে আব্দুল্লাহ সরদার (২১) তার প্রতিবেশি ভাইজি ৬ বছরের শিশুকে নিজের ঘরে ডেকে হাত ও পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। ওইদিন বিকেলে ওই শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শিশুটির মা বাদী হয়ে আব্দুল্লাহর নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনের ২০০০ সালের সংশোধিতের ২০০৩ ৯ (১) ধারায় থানায় মামলা দায়ের করেন। আসামি গ্রেফতার না হওয়ায় ৩১ জানুয়ারি বিকেলে স্থানীয় গ্রামবাসী আব্দুল্লাহকে গ্রেফতার দাবিতে বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মানববন্ধন করে। একপর্যায়ে রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে আব্দুল্লাহ সরদারকে গ্রেফতার করে। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।

এদিকে সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের আনারউদ্দিন জানান, শুক্রবার পুলিশ তাদের দুই জামাতাকে আটক করে তার ছেলে পলাতক আব্দুল্লাহ সরদারকে পুলিশে সোপর্দ করার জন্য চাপ সৃষ্টি করে। একর্পর্যায়ে পুলিশের সঙ্গে পরামর্শ করে তাদের বলা মতে রবিবার আব্দুল্লাহকে সদর হাসপাতাল এলাকায় পাঠিয়ে দেয়া হয়।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

সাতক্ষীরা উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান, আহত চার শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে একটি ভয়াবহ...

যশোরে দুই নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে...