যশোরে রথযাত্রায় হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে যশোরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন হয়েছে।

রবিবার (৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তবৃন্দ জগন্নাথদেবের সাজানো রথ টেনে পূণ্য কামনা সম্পন্ন করে।

শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা হলো হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব।

এবার যশোর শহরে বেজপাড়া পূজা মন্দির, নীলগঞ্জ মহাশশ্মান প্রাঙ্গন, রামকৃষ্ণ আশ্রম, ও মিশন ও চাঁচড়া শ্রীশ্রী দশমহাবিদ্যা ইসকন মন্দিরে রথযাত্রা মহোৎসব উদযাপন হয়েছে। এসব রথযাত্রাজুড়ে বসে মেলা। প্রতিটা মন্দির প্রাঙ্গন ছিলো ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। সব মিলিয়ে রথযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ছিলো উৎসবের আমেজ।

হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা বেজপাড়া পূজা মন্দির প্রাঙ্গনে ছিলো ভক্তবৃন্দদের উপচেপড়া ভিড়। সকাল থেকে মন্দির প্রাঙ্গনে আসতে থাকে ভক্তবৃন্দ। ভক্তবৃন্দ জগন্নাথদেবের রথটেনে তার চরণে শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন সাজানো হয় ভিন্ন আঙ্গীকে। সকাল থেকে ভক্তবৃন্দ আশ্রম প্রাঙ্গনে আসতে থাকে। রামকৃষ্ণ আশ্রমে আনুষ্ঠানিকভাবে জগন্নাথ দেবের রথ টেনে উদ্বোধন করেন মিশনের অধ্যক্ষ মহারাজ জ্ঞান প্রকাশানন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ স্বামী আত্মবিভানন্দ, শিক্ষবিদ তারাপদ দাসসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবারো বসে মেলা । মেলায় দোকানগুলোতে ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়।

এদিকে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবে চাঁচড়া শ্রীশ্রী দশমহাবিদ্যা ইসকন মন্দিরে আটদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির প্রথম দিন রবিবার বিকেলে জগন্নাথদেবের রথযাত্রার বর্ণাঢ্য শুভ উদ্বোধন শেষে ভক্তবৃন্দ শোভাযাত্রা আকারে রথ টেনে বেজপাড়া সাহাবাড়ি শ্রীশ্রী শ্যামা মন্দিরে রথ রেখে শেষ করে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে জগন্নাথদেবের রথযাত্রা সম্পন্ন হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

সাতক্ষীরা উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান, আহত চার শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে একটি ভয়াবহ...

যশোরে দুই নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে...