জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জের চরপাবর্তী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশীদকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয।
অনুষ্ঠানের শুরুতে এলাকাবাসীর পক্ষ থেকে নবগঠিত সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন চরপাবর্তী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মাদ হানিফ আনসারী।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম তাসলিমা আবেদার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত নবগঠিত কমিটির সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশীদ।
এ সময় আরো বক্তব্য রাখেন, সাবেক শিবির নেতা মাওলানা মনিরুল ইসলাম বকুল, ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন, নুর আলম মামুন, বিএনপি নেতা সাইফুল ইসলাম ফকির ও যুবদল নেতা ওমর ফারুক প্রমুখ।
স্বাআলো/এস