বেনাপোলে বিপুল পরিমান কোকেন ও হিরোইন উদ্ধার

মিলন হোসেন বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির টহলদল কর্তৃক বেতনা এক্সপ্রেস ট্রেন তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২.৭৬০ কেজি কোকেন এবং ১.৬৯২ কেজি হেরোইন আটক করেছে।

রবিবার (৩ নভেম্বর) ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিমের নির্দেশে বিজিবির একটি টহল দল বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে কোকেন ও হিরোইন এর চালানটি আটক করেন।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় অদ্য ০৩ নভেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ১৬৫৫ ঘটিকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চৌকশ টহলদল কর্তৃক বেনাপোল রেল স্টেশনে খুলনা-মোংলা-বেনাপোল রুটে চালাচালরত বেতনা এক্সপ্রেস ট্রেন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

উক্ত তল্লাশি অভিযান পরিচালনাকালীন ট্রেনের ভেতর সন্দেহভাজন ০১টি ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে হতে এক কোটি ৩৮ লাখ টাকার ২.৭৬০ কেজি কোকেন এবং ৩৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ১.৬৯২ কেজি হেরোইন মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে উক্ত ব্যাগের কোন মালিক পাওয়া যায়নি। যার আনুমানিক সর্বমোট সিজার মূল্য এক কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা।

আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তারা বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

এক দল সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ

ঢাকা অফিস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম...

মেহজাবীনের চোখে ‘দাগি’: শুধু সিনেমা নয়, এক অনন্য অভিজ্ঞতা!

বিনোদন ডেস্ক: এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে দর্শকদের মন...

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

লিটন ঘোষ জয়, মাগুরা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা...

কাল সারাদেশে শিক্ষার্থীদের মহাসমাবেশ

ঢাকা অফিস: ছয় দফা দাবি আদায়ের আন্দোলনে থাকা কারিগরি...