যশোরে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, আটক ১

| December 5, 2023

যশোরে পৃথক অভিযানে ২৯ বোতল বিদেশি মদ ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক করেছে করেছে আলোচিত মাদক কারবারি সাব্বির আহমেদকে।

সোমবার (৪ ডিসেম্বর) ওইগুলো উদ্ধার এবং তাকে আটক করা হয়।

সাব্বির শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার বাসিন্দা।

ডিবি যশোরের সদস্যরা ধোপাখোলা পশ্চিমপাড়ার জাহিদুল ইসলামের বাড়ির পাশের রাস্তার উপর থেকে একটি প্রাইভেটকার জব্দ করেন। কার থেকে উদ্ধার করা হয় ২৯ বোতল বিদেশি মদ। এ ব্যাপারে এএসআই নাজমুল যশোর কোতয়ালী থানায় এজাহার দিয়েছেন। একইদিন রাতে ডিবি পুলিশ অপর এক অভিযানে তরফ নওয়াপাড়া কলেজ রোড থেকে সাব্বির আহমেদকে আটক করেছে। তার দখল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।

স্বাআলো/এস

Leave a Reply