শিক্ষা

এক লাখ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আসছে

ঢাকা অফিস ঢাকা অফিস | June 15, 2025

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিপুল সংখ্যক শূন্য পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগ দেয়া হতে পারে বলে জানা গেছে।

এনটিআরসিএ সূত্রে খবর, আগামী সোমবার (১৭ জুন) ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদন গ্রহণ শুরু হবে ২২ জুন থেকে এবং এটি অনলাইনে এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তির খসড়া ইতোমধ্যেই প্রস্তুত এবং টেকনিক্যাল কোনো জটিলতা না থাকলে নির্ধারিত তারিখেই এটি প্রকাশ করা হবে।

জানা গেছে, এবারের গণবিজ্ঞপ্তিতে বিপুল সংখ্যক নিবন্ধনধারীর আবেদনের সুযোগ থাকলেও কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকছে। এনটিআরসিএর নীতিমালা অনুযায়ী, ৩৫ বছরের বেশি বয়সী কোনো নিবন্ধনধারী এই নিয়োগে আবেদনের জন্য বিবেচিত হবেন না। এছাড়াও, প্রাপ্ত তথ্য অনুযায়ী, যেসব প্রার্থীর শিক্ষক নিবন্ধন সনদ তিন বছরের বেশি সময় আগে পাওয়া, তারাও এই নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবেন না।

প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত

এ বিষয়ে এনটিআরসিএ সচিব এএমএম রিজওয়ানুল হক সংবাদমাধ্যমকে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় বয়সসংক্রান্ত বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরা এমপিও নীতিমালার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারি না।

এনটিআরসিএর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দেশের শিক্ষা খাতে অন্যতম বৃহৎ নিয়োগ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণ করা হবে। পদের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবেদনকারীদের অবশ্যই বৈধ শিক্ষক নিবন্ধন সনদধারী হতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। পুরো নিয়োগ প্রক্রিয়াটি এনটিআরসিএর নিজস্ব সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে, যেখানে প্রার্থীর যোগ্যতা যাচাই ও প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সুপারিশ তৈরি হবে, যা প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে এনটিআরসিএ জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo