দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনপ্রক্রিয়া সাময়িক স্থগিত থাকার পর অবশেষে শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টা থেকে ফের শুরু হয়েছে।
জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত বুধবার রাতে এটি স্থগিত করা হয়েছিলো।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সারাদেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২২ জুন থেকে এই আবেদন গ্রহণ শুরু হয়েছিল এবং তা ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলার কথা ছিলো। আবেদন ফি জমা দেয়ার শেষ তারিখ ছিলো ১৩ জুলাই।
তবে, জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণ দেখিয়ে এনটিআরসিএ গত বুধবার (৩ জুলাই) রাত ৮টা থেকে আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিত করার ঘোষণা দেয়। এতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা কিছুটা অনিশ্চয়তায় পড়েন।
অবশেষে, কারিগরি সমস্যার সমাধান হওয়ায় শুক্রবার দুপুর ২টা থেকে পুনরায় অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রার্থীরা এনটিআরসিএ-এর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তাদের আবেদন সম্পন্ন করতে পারছেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশাল সংখ্যক শূন্যপদে শিক্ষক নিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।
স্বাআলো/এস