যশোর সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষা ১৯ জুলাই, অংশ নেবে ৩৫৪৪১ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: আগামী শুক্রবার (১৯ জুলাই) যশোর সিভিল সার্জন অফিসে ৯টি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৯টি পদে পরীক্ষায় অংশ নেবেন ৩৫ হাজার ৪৪১ জন চাকরি প্রত্যাশী।

৮০ নম্বরের লিখিত পরীক্ষার এক থেকে দুইদিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তারপর ২০ নম্বরের মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। শতভাগ স্বচ্ছতার সাথে পরীক্ষা নেয়া হবে। মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। কেউ দালাল বা প্রতারকের খপ্পরে পড়ে আর্থিক লেনদেনে যাবেন না। নিয়োগের সাথে আর্থিক কোনো সর্ম্পক নেই। পরীক্ষার মাধ্যমে মেধা ও যোগ্যতা প্রমাণ করতে পারলেই চাকরি হবে। কোনো টাকা লাগবে না।

বুধবার (১০ জুলাই) সিভিল সার্জনের হলরুমে সংবাদ সম্মেলন করে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এসব তথ্য দেন।

সিভিল সার্জন জানান, ৯টি পদে ৩৫ হাজার ৪৪১ জন আবেদনকারীর মধ্যে কম্পিউটার অপারেটর হিসেবে তিনটি শুন্য পদের বিপরীতে ১১৭ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হিসেবে একটি শুন্য পদের বিপরীতে ২৮, পরিসংখ্যানবিদ হিসেবে তিনটি শুন্য পদের বিপরীতে ১৯১, কীটতত্ত্বীয় হিসেবে দুইটি শুন্য পদের বিপরীতে ১৫৩ জন, কোল্ড চেইন টেকনিশিয়ান হিসেবে দুইটি শুন্য পদের বিপরীতে ১৩, অফিস সহকারী কাম কম্পিউটার হিসেবে ছয়টি শুন্য পদের বিপরীতে ৬৬৯, স্টোর কিপার হিসেবে সাতটি শুন্য পদের বিপরীতে দুই হাজার ৯৬০, স্বাস্থ্য সহকারী পদে ১৭১টি শুন্য পদের বিপরীতে ৩১ হাজার ৩৬ ও ড্রাইভার হিসেবে চারটি শুন্য পদের বিপরীতে ২৭৪ জন আবেদন করেছেন। যশোর শহরের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানকে লিখিত পরীক্ষার ভেন্যু হিসেবে নেয়া হয়েছে। খাতা দেয়ার জন্য ১৫০ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

সাতক্ষীরা উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান, আহত চার শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে একটি ভয়াবহ...

যশোরে দুই নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে...