সারাদেশে চুরি-ডাকাতি ও ছিনতাই দিন দিন বেড়েই চলেছে। তার মধ্যে মাদারীপুরের বিভিন্ন জায়গায় ডাকাত আতঙ্ক দেখা গেছে। ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিংও করা হয়েছে। তবে কোথাও কোনো ডাকাতির ঘটনার খবর পাওয়া যায়নি।
সোমবার (১০ মার্চ) দিবাগত গভীর রাত থেকে মঙ্গলবার (১১ মার্চ) সকাল পর্যন্ত এলাকাবাসী জেগে পাহারা দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী বিভিন্ন এলাকায় পাহারা ও টহল দেন। তবে এই ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর, পাকা মসজিদ রোড, কাজীরটেক, খোয়াজপুরসহ কালকিনি ও ডাসার পুরো উপজেলায় রাত ১২টার পর থেকে ডাকাত আতঙ্ক দেখা দেয়। প্রথমে কালকিনির খাসেরহাট এলাকায় ডাকাত আতংক দেখা দেয়। পরে তা দ্রুত পুরো কালকিনি ও ডাসার উপজেলাজুড়ে ছড়িয়ে পরে। এছাড়াও মাদারীপুর সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বিভিন্ন এলাকার মসজিদগুলোতেও ডাকাত আতঙ্কে মাইকিং করা হয়। পরে বিভিন্ন এলাকাবাসী লাঠিসোটা নিয়ে রাত জেগে পাহারা দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গুরুতপূর্ণ এলাকায় পাহারা দেয় এবং রাতে টহল বাড়িয়ে দেয়। তবে জেলায় কোথাও কোনো ডাকাতির খবর পাওয়া যায়নি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, রাতে এই ধরণের খবর পাওয়ার পর বিভিন্ন এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যান। তবে কোথাও কোনো ডাকাতির খবর পাওয়া যায়নি। কেউ হয়তো আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজ করেছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে, কে এই আতঙ্ক ছড়ালো তাকে খুজে বের করার চেষ্টা করছে।
স্বাআলো/এস