যশোরের শার্শায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত আব্দুর রশিদ ওরফে রোকন (৪৫) অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে শার্শার নাভারণ বাজার থেকে বাগআঁচড়ায় ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে এবং আট লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর স্থানীয়রা রোকনকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শনিবার মরদেহ গ্রামের বাড়ি বাগআঁচড়ায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় পুলিশের অভিযানে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। শার্শা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে হৃদয়, ফয়সাল, তরিকুল ও রাব্বিকে আটক করা হয়। অভিযানে লুট হওয়া আট লাখ তিন হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এই নৃশংস ছিনতাই ও হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেয়া হয়েছে।
স্বাআলো/এস