পাকিস্তানের হানিয়ার সঙ্গে দিলজিতের রোম্যান্স, ভিডিও ফাঁস হতেই তোলপাড়!

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | June 10, 2025

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নতুন করে জটিল হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিনোদন জগতেও। যখন বলিউডের একটি বড় অংশ পাকিস্তানি শিল্পীদের বর্জনের পক্ষে সোচ্চার, ঠিক তখনই পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিত দোসাঞ্জ। সম্প্রতি সোশাল মিডিয়ায় দিলজিত ও হানিয়ার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র তোলপাড়।

ধারণা করা হচ্ছে, ফাঁস হওয়া ভিডিওটি তাদের আসন্ন সিনেমা ‘সর্দার ৩’-এর শুটিং সেট থেকে নেয়া হয়েছে। যদিও বাস্তব জীবনে দিলজিত ও হানিয়ার মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, তবে এই ছবিতেই তাদের জুটি বাঁধার খবর আগেই জানা গিয়েছিল এবং ইতিমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই কাস্টিং নিয়ে প্রশ্ন উঠেছে। কাশ্মীরের পুলওয়ামা হামলার পর থেকেই ভারতীয় সিনে সংগঠনগুলো পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করার ওপর কার্যত নিষেধাজ্ঞা জারি করেছে। সাম্প্রতিক পেহেলগাঁওয়ের ঘটনার পর এই নিষেধাজ্ঞা আরও কঠোর হয়েছে বলেই মনে করা হচ্ছে। এমন সময়ে হানিয়া আমিরকে একটি ছবিতে নেয়া হওয়ায় ভারতীয় নেটনাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

দিলজিত দোসাঞ্জ তার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ‘সর্দার ৩’ সংক্রান্ত কিছু ছবি পোস্ট করলেও সেখানে হানিয়ার নাম উল্লেখ করেননি। তবে অনুরাগীদের চোখ এড়ায়নি বিষয়টি। একটি ছবিতে দিলজিতের সঙ্গে থাকা অন্য অভিনেত্রী নীরু বাজওয়ার পিছনে এক তরুণীকে অনেকেই হানিয়া বলে দাবি করছেন। এমনকি দিলজিতের পরা একটি টি-শার্টেও নাকি হানিয়ার মুখ দেখা যাচ্ছে— এমন দাবিও তুলেছেন কিছু নেটিজেন।

এই ঘটনা সামনে আসার পর থেকেই ভারতীয় সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকে সরাসরি প্রশ্ন তুলেছেন— পাকিস্তান যখন সন্ত্রাসে মদত দিচ্ছে, তখন কেন পাক অভিনেত্রীকে ভারতীয় ছবিতে নেয়া হচ্ছে? কেউ কেউ তো সরাসরি দিলজিত দোসাঞ্জ ও সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন।

তবে এই বিতর্ক নিয়ে এখনো পর্যন্ত দিলজিত দোসাঞ্জ বা সিনেমাটির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

উল্লেখ্য, ‘সর্দার ৩’ সিনেমাটির মুক্তির তারিখ আগামী ২৭ জুন নির্ধারিত রয়েছে। কিন্তু এই বিতর্ক যদি চলতে থাকে এবং হানিয়া আমির যদি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকেন, তবে সিনেমাটির মুক্তি নিয়েও জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, অতীতে রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, ফাওয়াদ খান, মাহিরা খানের মতো অনেক পাকিস্তানি তারকা বলিউডে কাজ করে জনপ্রিয়তা লাভ করেছিলেন। কিন্তু পুলওয়ামা হামলার পর বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ করা প্রায় বন্ধ হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে পেহেলগাম হামলার পর হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলি-সহ একাধিক পাকিস্তানি তারকার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে। এই আবহে হানিয়া আমিরের বলিউডে কাজ করার বিষয়টি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

স্বাআলো/এস