খুলনা বিভাগ

খুলনায় রনি হত্যা মামলায় অস্ত্রসহ বস মিজান গ্রেফতার

| May 31, 2024

খুলনা ব্যুরো: খুলনা নগরীর মাদক ব্যবসায়ী রনি সরদার হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সন্ত্রাসী মিজান হাওলাদার ওরফে বস মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে তাকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে খুলনা থানা পুলিশ।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনা থানা পুলিশ জানায়, বস মিজান প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং অন্যান্য সহযোগী আসামিদের নাম-ঠিকানা প্রকাশ করে। তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে একটি ওয়ান শুটার গান এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি এবং মারামারির ১১টি মামলা রয়েছে।

গত ২৮ মে সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পাশে ৭/৮ জনের একদল সন্ত্রাসী রনি সরদারকে গুলি করে হত্যা করে। রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ তিনজনকে আটক করেছিলো পুলিশ। এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে ২৯ মে খুলনা সদর থানায় মামলা করেন। মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরো ৫/৬ জনকে আসামি করা হয়।

স্বাআলো/এস

Debu Mallick