বিএসপির সাহিত্য সভা ও ইফতার মাহফিল

| April 5, 2024
নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২৩৬তম মাসিক সাহিত্য সভা ও ইফতার মাহফিল শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হয়।
শহরের পোস্টঅফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ড. সবুজ শামীম আহসান, যশোর শিক্ষাবোর্ডের সাবেক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা ডা. আহাদ আলী, বিএসপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী রকিবুল ইসলাম, কবি সুরাইয়া শরীফ, কবি ও গল্পকার রাশিদা আখতার লিলি, মুক্তিশ্বেরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, টিপু সুলতান, এমএনএস তুর্কি ও শরিফুল আলম।
সংগঠনের সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন আমির হোসেন মিলন, আবুল হাসান তুহিন, মনিরুজ্জামান, আহমেদ মাহবুব ফারুক, কাজী নূর, সঞ্জয় নন্দী, এম এ কাসেম অমিয়, অরুণ বর্মণ, ভদ্রাবতী বিশ্বাস. খাদিজা ইতু, অ্যাডবোকেট মাহমুদা খানম, লাবনী খানম, এসএম শরিফুল আলম, ডা. অমল কান্তি সরকার, নজরুল ইসলাম, শেখ হামিদুল হক, এমএম মনিরুল ইসলাম, শরীফ হোসেন ধীমান, সীমান্ত বসু, সানজিদা ফেরদৌস, আমিনুর রহমান, রেজাউল করিম রোমেল, মাসুম বিল্লাহ, নাসির উদ্দিন ও এএফএম মোমিন যশোরী প্রমুখ।
অনুষ্ঠানে কবি আহমেদ মাহবুব ফারুক, কবি সঞ্জয় নন্দী, কবি শরীফ হোসেন ধীমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দোয়া পরিচালনা করেন ধর্মতলা বায়তুল আরাফত জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি মাওলানা মুতাছিম বিল্লাহ।
স্বাআলো/এস