আজ থেকে ১০০ টাকায় সয়াবিন তেল, ৭০ টাকায় চিনি বিক্রি শুরু

| December 6, 2023

আজ বুধবার (৬ ডিসেম্বর) থেকে ১০০ টাকা দরে প্র‌তি লিটার বোতলজাত সয়াবিন তেল এবং প্র‌তি‌ কে‌জি চি‌নি ৭০ টাকায় বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পাশাপাশি ন্যায্যমূল্যে মসুর ডাল, পেঁয়াজ ও চাল বি‌ক্রি কর‌বে সংস্থাটি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে এ কার্যক্রম উদ্বোধন করবেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি।

নির্দেশনা অনুযায়ী ডিসেম্বর মাসে একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল বা রাইসব্রান অয়েল কিনতে পারবেন।

এছাড়া আমদানি করা পেঁয়াজ প্রাপ্যতা সাপেক্ষে ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি ও প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্থানে ৭০ টাকা কেজি দরে এক কেজি চিনি বিক্রি করবে টিসিবি।

স্বাআলো/এস

Leave a Reply