সাতক্ষীরায় মসজিদের পিলার ধসে স্কুলছাত্রের মৃত্যু

সাতক্ষীরায় মসজিদের একটি পুরাতন পিলার ধসে তাওসিফ হোসেন তাজ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর তাওসিফ হোসেন তাজ সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন বৈকারী গ্রামের রওশন জামান বুলবুলের ছেলে। তাজ স্থানীয় বৈকারী হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতের চাচা বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, আসরের নামাজ শেষ করে তাওসিফ বৈকারী বাজার জামে মসজিদ থেকে বের হওয়ার সময় দোলতলার একটি পুরনো পিলার হঠাৎ তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মসজিদের আরো দুইজন মুসল্লি আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তারা জানান, মসজিদের পুরোনো অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিলো, যা আগে থেকেই সংস্কারের প্রয়োজন ছিলো। কিন্তু যথাযথ উদ্যোগ না নেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অনেকে অভিযোগ করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক বলেন, মসজিদের পিলার ধসে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনার পর এলাকাবাসী মসজিদের পুরোনো স্থাপনাগুলো দ্রুত সংস্কার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। তারা বলেন, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে যেনো আর কোনো প্রাণহানি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

সাতক্ষীরা উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান, আহত চার শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে একটি ভয়াবহ...

যশোরে দুই নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে...