রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: ইট ভর্তি ট্রলিচাপায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ট্রলির চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহতের নাম মিম আক্তার (৮)। সে দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের আনছার আলীর মেয়ে।
দেবহাটার কালাবাড়িয়া গ্রামের শিরিনা আক্তার জানান, তিনি প্রতিদিনের ন্যায় তার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে মিম আক্তারকে নিয়ে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। রবিবার তারা বিদ্যালয়ের ১০০ হাত দূরে আসা মাত্রই গাজীরহাট থেকে বাবুরাবাদগামী একটি ইট ভর্তি ট্রলি মিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিম মারা যায়। ক্ষুব্ধ স্থানীয়রা ট্রলির চালক মনিরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে।
স্বাআলো/এস