দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেল যবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) কর্তৃক প্রকাশিত ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫’-এ এই স্বীকৃতি লাভ করেছে বিশ্ববিদ্যালয়টি। টিএইচই গত ২৩ এপ্রিল তাদের ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিং প্রকাশ করে।

শুক্রবার (২৬ এপ্রিল) যবিপ্রবির জনসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তা নাজমুল হুসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ৪০১ থেকে ৫০০তম বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের মোট ছয়টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এই তালিকায় থাকা একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো যবিপ্রবি। একই র‍্যাঙ্কিং ব্যান্ডে থাকা দেশের অন্য পাঁচটি বিশ্ববিদ্যালয় হলো – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

সার্বিকভাবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩০১ থেকে ৩৫০ র‍্যাঙ্কিং ব্যান্ডের মধ্যে অবস্থান করে যৌথভাবে শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এছাড়া ৩৫১ থেকে ৪০০তম ব্যান্ডের মধ্যে রয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)।

এ বছর টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে মোট ২৪টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। এই তালিকায় র‍্যাঙ্কিং ব্যান্ড অনুযায়ী যবিপ্রবির অবস্থান যৌথভাবে তৃতীয়।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন নিঃসন্দেহে অত্যন্ত গৌরবের। আশা করছি, এই মর্যাদাপূর্ণ অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। আমাদের পরবর্তী লক্ষ্য হলো বিশ্ব র‍্যাঙ্কিংয়ে আরও ভালো অবস্থানে পৌঁছানো। গবেষণার মানোন্নয়নে আমরা ইতিমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য গবেষণা অনুদান চালু করার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) মূলত বিশ্ববিদ্যালয়ের পাঠদান প্রক্রিয়া (Teaching), গবেষণার পরিবেশ (Research Environment), গবেষণার মান (Research Quality), শিল্পখাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ (Industry) এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (International Outlook) – এই প্রধান সূচকগুলোর ভিত্তিতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা ও র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে।

স্বাআলো/এস