ঢাকা অফিস: সরকারের নানা উদ্যোগের পরও সরকারি দফতরে কমছে না দুর্নীতি। প্রশাসনের কিছু কর্মকর্তা দুর্নীতি করছেই।
এতে বিব্রত হচ্ছে সরকারের পুরো ব্যবস্থাপনা। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সচিব সভা ডাকা হয়েছে।
বিকেল সাড়ে ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, সরকারের নির্বাচনী ইশতেহারে এবার দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। তাই নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, নতুন অর্থবছরের বাজেট স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক খাতে দক্ষতা বৃদ্ধি, দুর্নীতি দমনে ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন বিষয়ে সচিব সভায় আলোচনা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান বলেন, বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে সচিব সভা অনুষ্ঠিত হবে। সভায় সচিবদের চলমান পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেয়া হতে পারে। মন্ত্রিপরিষদ সচিব বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন। এরপর সার্বিক বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেবেন।
তিনি বলেন, অন্যান্য সচিব সভার মতো এই সভাতেও সব সচিবরা উপস্থিত থাকবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, রূপকল্প ২০৪১ এর মূল লক্ষ্য হলো- দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলা। এজন্য সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে। নির্বাচনী ইশতেহারেও স্বচ্ছ ও জবাদিহিতার কথা বলা হয়েছে। প্রশাসনের প্রত্যেক কর্মকর্তাকে এবিষয়ে কাজ করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে সরকার অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, সে যেই হোক, দুর্নীতি করলে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত শনিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরকারের এমন অবস্থান তুলে ধরেন সরকার প্রধান।
একাধিক সচিব বলেন, সচিব সভার জন্য তাদের নোটিশ দেয়া হয়েছে। তবে নোটিশে বিস্তারিত কিছু বলা নেই। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের জানানো হয়েছে বৈঠক শুরুর আগে প্রত্যেক সচিবকে সংশ্লিষ্ট বিষয়ে কাগজপত্র দেয়া হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা যায়, সচিব সভায় সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের দুর্নীতি দমনে সক্রিয় হওয়ার তাগিদ দেয়া হবে। কারণ, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমানসহ সরকারের অনেক কর্মকর্তা কোটি কোটি টাকার মালিক হলেও সরকারি দফতরে কোনো তথ্য নেই। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি এবার আলোচনায় এসেছে। তাই সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিজ নিজ জায়গা থেকে দুর্নীতি প্রতিরোধে কাজ করতে হবে। অনেকে ধারণা করেন, দুর্নীতি দমন শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজ। এভাবে ভাবলে হবে না। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্সের’ কথা বলেছেন। তাই এবিষয়ে সব সচিবদের কাজ করার নির্দেশ দেবেন মন্ত্রিপরিষদ সচিব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা অনুষ্ঠিত হয় গত ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ওই বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পণ্য সরবরাহের বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজির বিরুদ্ধে সচিবদের কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সরকারি অর্থের সাশ্রয় ও রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
স্বাআলো/এস