রাত পোহালেই যশোরে শ্রমিকলীগের দুই গ্রুপের পৃথক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শনিবার (১৩ জুলাই) যশোর জেলা শ্রমিক লীগের দুই গ্রুপের ‍পৃথক ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে দুই পক্ষই সম্মেলন সফল করতে প্রচার-প্রচারণা চালিয়েছেন। দুই সম্মেলন স্থানও সুসজ্জ্বিত করে সাজানো হয়েছে।

শনিবার বিকাল ৩টায় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গ্রুপের যশোর পৌর কমিউনিটি সেন্টারে আর সহ সভাপতি সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বাধীন গ্রুপের সম্মেলন অনুষ্ঠিত হবে জেলা পরিষদ মিলনায়তনে। একই সময় অনুষ্ঠিত হতে যাওয়া দুই সম্মেলনেই প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

টাওয়ার স্থাপনের নামে প্রতারণা, যশোরে গ্রেফতার ২

যশোর জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার শ্রমিকলীগকে নিয়ে ‘ছেলে খেলা’ করছেন। গঠনতন্ত্রের তোয়াক্তা না করে তারা সম্মেলনের আয়োজন করেছেন। বিষয়টি নিয়ে আমরা কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা করি। তাদের পরামর্শে আমরা পৌর কমিউনিটি সেন্টারে সম্মেলনের আয়োজন করেছি। আমাদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সহসভাপতি তোফায়েল আহমেদ।

সর্বশেষ ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর যশোর জেলা শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন থেকে আজিজুর রহমানকে সভাপতি ও নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু ২০২২ সালের ২৫ এপ্রিল সভাপতি আজিজুর রহমান মারা যান। পরে গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র সহসভাপতি জবেদ আলীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয় কেন্দ্রীয় কমিটি।

যশোরে ২ পিকআপের সংঘর্ষে নিহত ১, আহত ৪

এদিকে, দুই পক্ষের সম্মেলন নিয়ে শহরে বেশি কয়েকদিন ধরে মাইকিং করা হচ্ছে। শুক্রবার রাতে দুই পক্ষ থেকেই পত্রিকায় বিজ্ঞপ্তি পাঠিয়ে স্ব স্ব সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...