আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাট উপজেলার পল্লীতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রিকশার মধ্যে কৌশলে কোলে বসিয়ে আট বছর বয়সের এক শিশুকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
শিশুটির খালা এ ঘটনায় মোল্লাহাট থানায় মৌখিক অভিযোগ দায়ের করেছেন।
ওই অভিযোগে মেয়েটির খালা বলেন, উপজেলার চুলখোলা আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের ২য় শ্রেণিতে পড়ে তার ভাগনি। বুধবার দুপুরে স্কুল ছুটি হলে সে তার ভাগনিকে নিয়ে বাড়িতে আসার জন্য রিকশা ভ্যানে ওঠেন। পথিমধ্যে উপজেলার গোলারগাতি গ্রামের ফিরোজ কাজী ওই ভ্যানে ওঠেন এবং বসার স্থান সংকুলান হওয়ার অজুহাত দেখিয়ে শিশু মেয়েকে ফিরোজ কাজী তার কোলের উপর বসায়। এ অবস্থায় ফিরোজ কাজী মেয়েটিকে শ্লীলতাহানি/যৌন হয়রানি করে। মেয়েটি রাস্তায় তার খালাকে এ ঘটনা না বললেও বাড়ড়িতে এসে খালাসহ তার মাকে ঘটনা বলে। পরবর্তীতে বিষয়টি মোল্লাহাট থানা পুলিশকে মৌখিকভাবে অভিযোগ করা হয়।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, অভিযোগকারী কোনো লিখিত অভিযোগ দেয়নি। মৌখিক অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে একজন এসআইকে পাঠানো হয় এবং থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেয়া হয়। পরে অভিযোগকারীসহ ভিকটিম পরিবার জানায় ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে। তারা আর অভিযোগ করবেন না বলে জানান থানার ওসি।
স্বাআলো/এস