খেলাধুলা

অবসর নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব

| October 7, 2023

গত ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এক সাক্ষাৎকারে নিজের অবসর ও অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে জানিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

সেই সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার বিষয়েও জানিয়ে দেন ডেডলাইন! সাকিব বলেছিলেন, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলতে চান তিনি। তবে এবার আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ফিট থাকা সাপেক্ষে এরপরও খেলার ইচ্ছার কথা জানিয়েছেন।

ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের সঙ্গে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ শুরুর আগে আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ২০২৫ পর্যন্ত আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। এটা নিশ্চিত। এর পরও যদি আমি পারফর্ম করতে পারি, আমি ফিট থাকতে পারি, তাহলে আমি চালিয়ে যেতে পারি।

অথচ দেশ ছাড়ার আগে দেয়া সেই সাক্ষাৎকারে বাঁহাতি অলরাউন্ডার বলেছিলেন, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলবো। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টিকে বিদায় জানাব। টেস্টের অবসর শিগগিরই। তবে একেক ফরমেট একেক সময় ছাড়লেও আনুষ্ঠানিক অবসর ঘোষণা করব ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply