মাগুরায় ১০০ রাউন্ড গুলি ও স্নাইপার বাইনোকুলারসহ আটক ৫

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে ১০০ রাউন্ড গুলি, একটি স্নাইপার বাইনোকুলারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) যৌথ বাহিনী রাতভর অভিযান চালিয়ে জেলা শহরের পারনান্দুয়ালী এলাকা থেকে তাদের আটক করে। পরে তাদেরকে সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- মাহফুজ (২১), শাকিল (২০), জারিফ (২২), তাবিন (২০) ও বাবুল (২১)। তারা সবাই মাগুরার পারনান্দুয়ালী এলাকার বাসিন্দা।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, বুধবার রাতে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ১০০ রাউন্ড গুলি, একটি স্নাইপার বাইনোকুলার উদ্ধারের পর সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়। পরে আটককৃতদের মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাগুরা সদর থানা অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...

রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি সম্ভব নয়

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে কখনোই স্থায়ী শান্তি...

১ মে থেকে সারাদেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

ঢাকা অফিস: লাগাতার লোকসানের মুখে এবং পোল্ট্রি খাতে সিন্ডিকেট...

 ঘুষ চাওয়ায় খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা, ৭০ হাজার টাকা উদ্ধার

খুলনা অফিস: খুলনা সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের...