যশোরে দিনে-দুপুরে দোকান লুট

নিজস্ব প্রতিবেদক: যশোরের বঙ্গবাজারে দিনে-দুপুরে একটি ওষুধের দোকানের তালা ভেঙে মালামাল ও নগদ টাকা লুটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এ ঘটনায় দুর্বৃত্তরা ৫৫ লাখ টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৫ মার্চ) প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন চৌধুরী ফার্মেসী অ্যান্ড সার্জিক্যালসের মালিক সোহেল রানা। এর আগে মঙ্গলবার কোতোয়ালী থানায় লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।

সোহেল রানার অভিযোগে যাদের নাম উঠে এসেছে, তারা হলেন- কাজীপাড়া কাঠালতলা এলাকার কাজী শহিদুল হক নাদিম, রাজারহাটের আহাদ ও ঝুমঝুমপুরের রাজু আহম্মেদ। পুলিশ ইতোমধ্যে অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।

সংবাদ সম্মেলনে সোহেল রানা জানান, বঙ্গবাজারে তার চৌধুরী ফার্মেসী অ্যান্ড সার্জিক্যালস নামের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মঙ্গলবার দোকান বন্ধ থাকাকালীন অভিযুক্তরা এসে তালা ভেঙে দোকানে প্রবেশ করে এবং বস্তায় করে প্রায় ৫০ লাখ টাকার ওষুধ নিয়ে যায়। এছাড়া, ক্যাশ থেকে পাঁচ লাখ টাকা ও জরুরি কাগজপত্রও লুট করা হয়।

প্রতিবেশীরা এ ঘটনায় বাধা দিলে তাদের হুমকি দেয়া হয়। খবর পেয়ে সোহেল রানা দ্রুত দোকানে এসে দেখেন, মালামাল লুট হয়ে গেছে। তিনি আরও জানান, ওই দোকানটি তিন মাস আগে ৭০ লাখ টাকায় নাদিমের কাছ থেকে ক্রয় করেন এবং তার প্রয়োজনীয় দলিলপত্রও রয়েছে। কিন্তু কিছুদিন আগে নাদিম আরও ৫০ লাখ টাকা দাবি করেন। সোহেল রানা টাকা দিতে অস্বীকৃতি জানালে নাদিম মূল স্ট্যাম্প ছিঁড়ে ফেলে এবং আদালতে মামলাও করা হয়, যা বর্তমানে পিবিআই তদন্ত করছে।

বঙ্গবাজারের একটি সূত্র জানিয়েছে, নাদিম প্রথমে ৭০ লাখ টাকায় দোকানটি বিক্রি করেন এবং দলিল সম্পন্ন করেন। তবে পরবর্তীতে আরেকজন ক্রেতা নাদিমকে বেশি মূল্যের প্রলোভন দেখায়, ফলে নাদিম অতিরিক্ত ৫০ লাখ টাকা দাবি করেন। সোহেল রানা টাকা না দেওয়ায় নাদিম ভয়ভীতি দেখিয়ে চুক্তিপত্র ছিঁড়ে ফেলেন এবং দোকান থেকে তাকে উচ্ছেদের পরিকল্পনা করেন।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্বপন কুমার দাশ জানান, তারা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। অভিযুক্ত নাদিম বর্তমানে সিলেটে অবস্থান করছেন এবং তাকে শনিবারের মধ্যে হাজির হতে বলা হয়েছে।

অভিযুক্ত শহিদুল হক নাদিম অভিযোগ অস্বীকার করে জানান, দোকানটি তারই ছিলো। তবে ভিডিওর প্রমাণ থাকার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

তিনি দাবি করেন, যা ঘটেছে তা বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদকের জ্ঞাতসারে হয়েছে। তবে ব্যবসায়ী সমিতির নেতারা জানান, তারা এ বিষয়ে কিছুই জানেন না।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

যশোরে পরিবেশবাদীদের আন্দোলনের মুখে পিছু হটলো আদ্-দ্বীন কর্তৃপক্ষ

যশোর শহরের পুলেরহাট এলাকায় অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল...

আলমডাঙ্গায় যুবককে গাছে বেঁধে নির্যাতন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চুরির অভিযোগে বজলু ফারাজী (৩৫) নামের...

চুকনগরে গরুর হাট দখল নিতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে গরুর হাট দখলকে কেন্দ্র করে...

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...