খুলনা ব্যুরো: খুলনার ফুলতলা উপজেলায় সুমন মোল্লা নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) উপজেলার পিপরাইল এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত সুমন মোল্লা পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন মোল্লা দুপুর ১টা ৪০ মিনিটের দিকে জামিরা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেলে বের হন। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পিপরাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলে থাকা এক যুবক সুমনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার ডান পাশের থুতনি ভেদ করে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধানক্ষেতে পড়ে যান। এসময় হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পারভেজ হত্যা, সেই ২ ছাত্রীকে বহিষ্কার
গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং সুমন মোল্লাকে ধানক্ষেতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খান সুমন মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করলো স্বামী
তিনি আরো জানান, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য সম্ভাব্য স্থানগুলোতে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। নিহত সুমন মোল্লার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি ও ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ জানিয়েছে, নিহত সুমন মোল্লার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে এবং সেই মামলায় তিনি আগেও কারাগারে ছিলেন। পূর্ব শত্রুতা বা অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্বাআলো/এস