মাগুরার মহম্মদপুর থানায় দায়িত্বরত বোরহান উদ্দিন (২৮) নামে একজন এসআই সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।
পুলিশের উপ-পরিদর্শক হিসেবে নিয়োগ প্রাপ্তির পর মহম্মদপুর থানায় তার প্রথম যোগদান। এখানে তিনি পিএসআই (শিক্ষানবীশকাল) হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১৪ জুন) ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার সোতাসী ব্রিজ এলাকায় তিনি এ সড়ক দুর্ঘটনার শিকার হন।
নিহত বোরহান উদ্দিন যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা গ্রামের কোবাদ আলির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মাগুরা মহম্মদপুর থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোসাম্মাত বুলবুলি খাতুন জানান, মাজকান্দি-ভাটিয়াপাড়া সড়কের সোতাসী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে মারাত্মকভাবে আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্বাআলো/এস