বিনোদন ডেস্ক: খুব ছোট বয়সে বিয়ে হয়েছিলো। যখন ১৮ বছর বয়সে বিয়ে করেন তার প্রথম নায়ক সৌরভকে। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। একটি সম্পর্ক থেকেই বেরিয়ে আসতে অনেক সময় লেগে গিয়েছিলো তার। তারপর থেকে মধুমিতা সরকারকে আর প্রকাশ্যে কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে দেখা যায়নি।
কিন্তু, এবার অভিনেত্রী এখন একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, আমি যে কেনো সিঙ্গেল সেটা জানি না। আর সেই ভিডিওতে যা দেখা যাচ্ছে, সেটা অদ্ভুত। দেখা যাচ্ছে, একজন নারীকে ঘিরে রেখেছেন পুরুষরা। আর তাকেই হাত দিয়ে ঠেলে সরাচ্ছেন সেই নারী। তাহলে কি নিজের জীবনকে এর সঙ্গেই তুলনা করেছেন তিনি?
পরীমনি-মধুমিতা-সোহমের ‘ফেলুবক্সী’র প্রথম ঝলক
জীবনে পুরুষদের আগমন যে কমিয়ে দিয়েছেন সে কথাই কি তবে প্রকাশ্যে জানালেন তিনি? যদিও বিচ্ছেদের পর থেকে কোনো পুরুষের সঙ্গেই সম্পর্ক তিনি ঘোষণা করেননি। বরং নিজের জীবনে কাজকেই প্রথম ফোকাসে রেখেছেন।
উল্লেখ্য, এখন তিনি ব্যস্ত বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে সূর্য ছবির প্রমোশন নিয়ে।
স্বাআলো/এস