খুলনা বিভাগ

সাতক্ষীরা সীমান্তে সোনার বারসহ চোরাচালানি আটক

| July 29, 2024

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: ভারতের পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে এক কেজি ৮৯৫ গ্রাম ওজনের চার টুকরা দেশীয় তেজাবি সোনা সহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

সোমবার (২৯ জুলাই) কলারোয়া উপজেলার কেডাগাছি সীমান্ত থেকে এই সোনা সহ তাকে আটক করা হয়। আটক সোনার দাম এক কোটি ৯৫ লাখ ৯ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, সোনার একটি বড় চালান সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কাকডাঙ্গা বিওপির একটি টহল দলের সদস্যরা সেখানে অবস্থান নেয়া। সোমবার এক ব্যক্তিকে সীমান্তের দিকে হেঁটে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে বেল্টের সাথে আটকানো অবস্থায় চার টুকরা দেশিয় তেজাবি সোনা উদ্ধার করে। আটক চোরাচালানির নাম পরিচয় এখনো জানা যায়নি।

বিস্তারিত আসছে…

স্বাআলো/এস/বি

Debu Mallick