লটারিতে কোটিপতি হওয়ার গল্প ছড়ান প্রশ্নফাঁসে গ্রেফতার সোহেল

জেলা প্রতিনিধি, কুমিল্লা: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতারদের মধ্যে ব্যবসায়ী আবু সোলেমান সোহেলের (৩৫) বাড়ি কুমিল্লায়। তিনি আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়া গ্রামের। জনশ্রুতি রয়েছে সোহেল লটারি পেয়ে বড়লোক হয়েছেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিনি গ্রেফতারের খবরে এলকাবাসী অবাক হয়েছেন।

তিন ভাই ও দুই বোনের মধ্যে সোহেল সবার ছোট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে স্নাতক শেষ করেছেন বলে গ্রামবাসী জানেন। তবে বিশ্ববিদ্যালয়ে পড়া-লেখা নিয়েও সন্দেহ রয়েছে সহপাঠীদের।

আবেদ আলীর ত‌থ্যে তালিকা হচ্ছে সেই বিসিএস ক্যাডারদের

নাম প্রকাশ না করার শর্তে বানাশুয়া গ্রামের একাধিক ব্যক্তি জানান, শুনেছি সোহেল আমেরিকার একটি লটারি পেয়ে কোটিপতি হয়েছেন। সেই টাকায় মিরপুরে ব্যবসা করেন। মাঝে মাঝে ঢাকা থেকে বাড়িতে এলেও কারো সঙ্গে তেমন মিশতেন না। বড় ভাই সুজনের সোনার দোকান আছে কুমিল্লা নগরীর ছাতিপট্টিতে। মেজো ভাই খালেদ হোসেনেরও সোনার দোকান আছে বুড়িচং সদরে। দুই দোকানেই সোহেলের বিনিয়োগ রয়েছে। সম্প্রতি তিনি বাড়ির পাশে দেড় কোটি টাকা মূল্যের ৬০ শতক জমি ক্রয় করেছেন।

তার সমবয়সীরা বলেন, সোহেল ছাত্র হিসেবে তেমন ভালো ছিলো না। সে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে জানা নেই। তার লেখা-পাড়া নিয়েও তদন্ত দরকার। এটাও ভুয়া হতে পারে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্নফাঁসে ১০-১৫ লাখ টাকায় চুক্তি

এ বিষয়ে জানতে সোহেলের বড় ভাই খালেদ হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে আমড়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, খবরে দেখলাম হোসেল প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার হয়েছেন। এতদিন জানতাম সে ঢাকায় ব্যবসা করতো। বাড়িতে এলেও একা একা চলাফেরা করতো। খুব অবাক হয়েছি, আমার এলাকার সন্তান হিসেবে দুঃখ পেয়েছি।

বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলীসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির দুইজন উপপরিচালক, দুইজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত রোববার ও সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

এক দল সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ

ঢাকা অফিস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম...

মেহজাবীনের চোখে ‘দাগি’: শুধু সিনেমা নয়, এক অনন্য অভিজ্ঞতা!

বিনোদন ডেস্ক: এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে দর্শকদের মন...

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

লিটন ঘোষ জয়, মাগুরা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা...

কাল সারাদেশে শিক্ষার্থীদের মহাসমাবেশ

ঢাকা অফিস: ছয় দফা দাবি আদায়ের আন্দোলনে থাকা কারিগরি...