জাতীয়

সরকারের অনুমোদন, সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ১৪ টাকা

| April 15, 2025

ঢাকা অফিস: ভোজ্যতেল পরিশোধনকারী ব্যবসায়ীদের ঘোষণার পর অবশেষে সরকার সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা এবং পাম তেলের দাম ১২ টাকা বৃদ্ধি পেলো।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এই নতুন দাম চূড়ান্ত করা হয়, যা অবিলম্বে কার্যকর হবে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়ালো ১৮৯ টাকা, যা আগে ছিলো ১৭৫ টাকা। পাঁচ লিটারের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, পূর্বে যা ছিলো ৮৫২ টাকা। এছাড়া, খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম হবে প্রতি লিটার ১৬৯ টাকা, যা আগে ছিলো ১৫৭ টাকা।

এর আগে, রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বৃদ্ধির এই ঘোষণা দিয়েছিলো এবং तत्काल কার্যকরের কথা জানায়। সরকারের চূড়ান্ত অনুমোদনের আগেই ব্যবসায়ীদের এমন ঘোষণাকে ‘বেআইনি’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে এই মন্তব্য করেন এবং নতুন অনুমোদিত দামের কথা জানান।

উল্লেখ্য, ঈদের ছুটির পর গত ৬ এপ্রিল ও ৮ এপ্রিল তেলের দাম সমন্বয় নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে দুই দফা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এর পরই রোববার ব্যবসায়ীদের সংগঠনটি দাম বৃদ্ধির ঘোষণা দেয়। ঘোষণার পরপরই মন্ত্রণালয় থেকে টি কে গ্রুপ, মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপের প্রতিনিধিদের তলব করে চিঠি পাঠানো হয় এবং মঙ্গলবার তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ব্যবসায়ীদের প্রস্তাবিত দামই চূড়ান্তভাবে গৃহীত হলো।

দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা মূলত গত ৩১ মার্চ ভোজ্যতেলের ওপর সরকারের দেওয়া শুল্ক-কর ছাড়ের মেয়াদ শেষ হওয়া এবং আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিকে উল্লেখ করছেন। রমজানের আগে দাম সহনীয় রাখতে এই কর ছাড় দেওয়া হয়েছিলো। ব্যবসায়ীরা গত ২৭ মার্চ লিটারে ১৮ টাকা (বোতলজাত) ও ১৩ টাকা (খোলা) দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন এবং ১ এপ্রিল থেকে তা কার্যকর করতে চেয়েছিলেন। তবে সরকারের সঙ্গে আলোচনার পর প্রস্তাবিত দামের চেয়ে কিছুটা কম, অর্থাৎ লিটারে ১৪ টাকা (বোতলজাত) বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদিত হলো।

জানা গেছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলে আমদানি পর্যায়ে শুল্ক ছাড়ের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সুপারিশ করলেও এনবিআর তাতে সাড়া দেয়নি। এর আগে সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে লিটারপ্রতি ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিলো।

স্বাআলো/এস

Shadhin Alo