জাতীয়

ঈদে বাড়ি ফেরা পোশাক শ্রমিকদের জন্য চলবে বিশেষ ট্রেন: রেলমন্ত্রী

| April 7, 2024

রেলমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেছেন, গার্মেন্টস ব্যবসায়ী ও পোশাক শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে আমরা খুব চিন্তিত। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদযাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতে তারা বাড়ি যেতে পারে এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। এবার গার্মেন্টস শ্রমিকদের জন্য আগামী দুইদিন আমরা আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দিয়েছি।

রবিবার (৭ এপ্রিল) রাজবাড়ীর পাংশা ডাকবাংলোতে গার্ড অব অনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য আলাদা বগি ও সকল ধরনের সুবিধার ব্যবস্থা নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Shadhin Alo