বিনোদন

শাকিবকে পেতে হলে খরচ করতে হবে দ্বিগুণ

| July 6, 2024

বিনোদন ডেস্ক: মেগাস্টার শাকিব খান ২৫ বছর ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে আছেন। গত দুই যুগ ধরে একটু একটু করে আজ তিনি শীর্ষে অবস্থান করছেন। আর তাই তাকে পেতে নির্মাতাদেরও বেশ খরচ করতে হচ্ছে। এই শীর্ষ তারকাকে পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক দিতে হবে দ্বিগুণ।

সংবাদমাধ্যম অনুযায়ী, শাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মস সূত্র জানিয়েছে শাকিব খান পরপর দুইটি ব্লকবাস্টার সাফল্যের পর কাজে আরো বেশি মনোযোগী থাকতে চান। যেন পরবর্তী ছবিগুলোতেও সাফল্য আসে। এ জন্য চান বড় আয়োজন, বড় পরিসরে কাজ। এখন থেকে পরবর্তী সব সিনেমায় তিনি দুই কোটি টাকা পারিশ্রমিক নেবেন।

শাকিবকে স্বামী দাবি করলেন বুবলী, হাসি থামছে না অপুর

বিগত বছরগুলোতে দেশের সিনেমা হলগুলোতে প্রাণ ফিরে আসে শাকিব খানের সিনেমায়। যে কারণে এই নায়ককে নিয়ে নির্মাতা কিংবা প্রযোজকদের আগ্রহের পরিমাণও বেশি।

তবে সম্প্রতি সময়ে একের পর এক সাফল্যে সিনেমার পরিমাণ কমিয়ে আনছেন শাকিব খান। বছরে দুই থেকে তিনটির বেশি সিনেমায় কাজ করছেন তিনি। বেছে বেছে ভালো গল্প ও বড় পরিসরে কাজকেই প্রাধান্য দিচ্ছেন নায়ক।

বিভিন্ন মাধ্যমের খবর, ‘তুফান’ সিনেমা ইতোমধ্যেই ২০ কোটির বেশি আয় ছাঁড়িয়েছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, তবে বিগত বছরগুলোতে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয়ের সিনেমা হতে চলেছে ‘তুফান’।

স্বাআলো/এস

Debu Mallick