সম্পাদকীয়

চাকরি দেবার নামে প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই

| June 3, 2024

সম্পাদকীয়: যশোরে বিজিবিতে সিপাহী পদে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব-৬।

আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের আনিসুর রহমান ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কলেজপাড়ার মশিউর রহমান।

র‌্যাব-৬ ঝুমঝুমপুরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

যশোরের অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের সানমুন আহম্মেদকে বিজিবিতে চাকরি দেয়ার প্রলোভন দেখায় আনিসুর। এ জন্য পাঁচ লাখ টাকায় চুক্তিও হয়। ১ জুন সকালে সানমুন ঝুমঝুমর বিজিবির মাঠে যান। এসময় আসামিদের সাথে দেখা হলে একটি অনলাইনে আবেদনপত্র দিয়ে চলে যায় আনিসুর ও মশিউর। পরে ওই আবেদন পত্র নিয়ে বিজিবির সাথে যোগাযোগ করলে জানতে পারেন তা জাল। পরবর্তীতে ভুক্তোভোগীরা এ ঘটনায় ওই দুইজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন।

যশোরে চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ২

প্রতারণার ব্যবসায় নেমেছে এক শ্রেণির মানুষ। তারা চাকরি দেবার নামে বেকারদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সর্বস্বান্ত করছে। কিন্তু এর কোনো প্রতিকার নেই। এই ব্যবসার সাথে যারা জড়িত তাদের ন্যুনতম মানবিক মূল্যবোধ আছে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। দেশের হাজার হাজার মানুষ তাদের সর্বস্ব শেষ করে এই প্রতারকদের হাতে তুলে দিচ্ছে। অনেকের মাথা গোঁজার ঠাইটুকুও থাকছে না।

গ্রাম-গঞ্জে এভাবে প্রতারকরা মানুষের সাথে প্রতারণা করছে তারা মানুষকে মিষ্টি কথায় ভুলিয়ে তাদের সর্বনাশ করে চলেছে একে একে। এমন কোনো গ্রাম নেই যে সে গ্রামে এভাবে দুই-দশজন প্রতারণার শিকার হয়নি। বর্তমান সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের বিষয়ে কড়াকড়ি ব্যবস্থা আরোপ হচ্ছে। প্রতারকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।

অভিযোগ শোনা যায়, এসব প্রতারকদের নাকি সন্ত্রাসী বাহিনী আছে। যতো ঝক্কি-ঝামেলা তারাই হুমকি দেখিয়ে এমন কি পেশিশক্তি প্রয়োগে করে মোকাবেলা করে। ফলে অনেকে তাদের সর্বস্ব শেষ করে প্রতারকদের হাতে তুলে দিয়ে পথের ফকির হলেও কিছুই করতে পারছে না। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া এ সব দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। মাদক, সন্ত্রাস প্রভৃতি শক্তহাতে দমন করে সরকার যে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে, এই প্রতারকদের দমনেও সেইরূপ কঠোর ভূমিকা নিতে হবে। আমরা মনে করি এমন একটা পদক্ষেপ নিলে সাধারণ মানুষ অন্তত ঘরের টাকা পরের হাতে তুলে দিয়ে নিঃস্ব হবার হতে থেকে রেহাই পাবে।

স্বাআলো/এস

Shadhin Alo