খুলনা বিভাগ

নড়াইলে পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

| November 28, 2024

নড়াইলের নড়াগাতিতে এসএসএসির টেস্ট পরীক্ষায় ফেল করায় আব্দুর রহিম (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৭ নভেম্বর) থানার ডুমরিয়া সোসাইঘাট এলাকার এ ঘটনা ঘটে। পরে গাছের সাথে ঝুলে থাকা তার লাশ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা।

নিহত শিক্ষার্থী ডুমরিয়া গ্রামের ফুরকান মোল্লার ছেলে। সে যোগানিয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, এসএসসির টেস্ট পরীক্ষায় প্রস্তুতি ভালো না থাকায় ৭ বিষয়ে ফেল করে আব্দুর রহিম। যার কারণে এসএ সি পরীক্ষার জন্য ফরম ফিলাপ করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনা নিয়ে পরিবারের ভয়ে কাউকে কিছু না জানিয়ে বুধবার ফজরের নামাজের পর রশি হাতে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বাড়ির পাশের বাগানে গাছের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করে। বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাগানের তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবার।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পরীক্ষায় ফেল করার কারনে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick