এইচএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

| November 26, 2023

ফরিদপুরের সদরপুরে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফেল করায় সাদিয়া আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

রবিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামে এ ঘটনা ঘটে।

সাদিয়া আক্তার উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের আলী হোসেনের ডাঙ্গী গ্রামের আব্দুর সালাম মৃধার মেয়ে।

এবারের এইচএসসি পরীক্ষায় সদরপুর সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে অংশগ্রহণ করেন এবং ইংরেজি ফেল করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামের ভাড়া বাসায় ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এসএ

Leave a Reply