যশোরসহ দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষ ও হয়রানির অভিযোগ

ঢাকা অফিস: দুর্নীতি দমন কমিশন (দুদক) বুধবার (১৬ এপ্রিল) যশোরসহ দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে আকস্মিক অভিযান পরিচালনা করেছে। দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের কাছ থেকে ঘুষ দাবি এবং বিভিন্ন প্রকার হয়রানির অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুদকের বিভিন্ন বিভাগ থেকে একাধিক এনফোর্সমেন্ট টিম একযোগে এই অভিযান পরিচালনা করছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, যে ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালানো হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: যশোর সদর, ঝিনাইদহ সদর, খুলনা জেলা, খুলনা সদর, মোরেলগঞ্জ (বাগেরহাট), বরিশাল সদর, কাহালু (বগুড়া), রায়পুর (লক্ষীপুর), উখিয়া (কক্সবাজার), জেলা রেজিস্ট্রার অফিস (চট্টগ্রাম), চন্দনাইশ (চট্টগ্রাম), লাঙ্গলকোট (কুমিল্লা), আশুলিয়া (ঢাকা), মিরপুর (ঢাকা), চিরিরবন্দর (দিনাজপুর), চরভদ্রাসন (ফরিদপুর), সদর (গাজীপুর), কোটালীপাড়া (গোপালগঞ্জ), চুনারুঘাট (হবিগঞ্জ), ইটনা (কিশোরগঞ্জ), কুড়িগ্রাম জেলা, কুষ্টিয়া সদর, শরীয়তপুর সদর, গৌরিপুর (ময়মনসিংহ), নারায়ণগঞ্জ সদর, নোয়াখালী সদর, নওগাঁ সদর, পাবনা সদর, বাউফল (পটুয়াখালী), রাজাপুর (ঝালকাঠি), গোদাগাড়ী (রাজশাহী), রংপুর জেলা, গোয়াইনঘাট (সিলেট), কালিহাতী (টাঙ্গাইল), বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) ও সরিষাবাড়ী (জামালপুর)।

দুদক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই অফিসগুলোতে দলিল রেজিস্ট্রেশন, জমির তল্লাশি এবং প্রয়োজনীয় নথির নকল উত্তোলনের ক্ষেত্রে সাধারণ মানুষ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এছাড়াও, বিভিন্ন কাজের জন্য সাব-রেজিস্ট্রার অফিসের কিছু অসাধু কর্মচারী ও দালাল কর্তৃক মোটা অঙ্কের ঘুষ দাবির অভিযোগ পাওয়া যাচ্ছিলো। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর দুদক এই সাঁড়াশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।

অভিযান শেষে দুদক বিস্তারিত তথ্য জানাবে বলে জানানো হয়েছে। এই আকস্মিক অভিযানে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনো কিছু জানায়নি সংস্থাটি। তবে, দুদকের এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এনেছে, যারা দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে হয়রানি ও দুর্নীতির শিকার হয়ে আসছিলেন।

এই অভিযান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দুদকের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা অফিস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ...

বজ্রপাতের সময় কী করবেন, কী করবেন না

বৈশাখ মাস শুরু হতেই বাংলাদেশে বেড়েছে বৃষ্টি ও বজ্রপাতের...

দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক

ঢাকা অফিস: ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না...

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য

লিটন ঘোষ জয়, মাগুরা: দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী মাগুরার শিশু...