বাগেরহাটে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

আজাদুল হক, বাগেরহাট: জেলার সদর উপজেলার বেমরতা বৈটপুর এলাকায় এক দম্পতি বসতঘরে পৃথকভাবে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতরা হলেন, বৈটপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে দাউদ শেখ (৫২) এবং তার স্ত্রী লাকি বেগম (৪৩)।

খবর পেয়ে বৃহস্পতিবার (৪ জুলাই) বাগেরহাট সদর মডেল থানা পুলিশ লাশ দুইটির সুরতহাল করেছে।

ময়নাতদন্ত হবে কিনা এ নিয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দ্বিধাদ্বন্ধ চলছিলো বলে জানা যায়।

বাগেরহাটে মাঠ থেকে তরুণের লাশ উদ্ধার

স্থানীয়রা ও মৃত দম্পতির ছেলে ও মেয়ে জানায়, দাউদ শেখ ও লাকি বেগমের মধ্যে বেশ কিছুদিন ধরে দাম্পত্য কলহ চলছিলো। কলহ মিটিয়ে বুধবার রাতে তারা এক ঘরে অবস্থান করে। বৃস্পতিবার তাদের ছেলে-মেয়ে বাবা-মাকে বসতঘরের আড়ার সাথে ঝুলন্ত দেখে ডাক-চিৎকার দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ঝুলন্ত অবস্থা থেকে তাদের নামিয়ে লাকি বেগমের মৃত্যু নিশ্চিত হয় এবং দাউদ শেখ বেঁচে আছে ভেবে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দাউদ শেখকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে উপস্থিত বেমরতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম মিঠ বলেন, দাউদ ও লাকির মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিলো বলে ওই পরিবার থেকে জানানো হয়। বুধবার রাতের যেকোনো সময় তারা নিজ বসতঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাগেরহাট পুলিশ অফিসের পরিদর্শক (ডিআইও-১) সৈয়দ বাবুল আক্তার জানান, বুধবার রাতের যেকোনো সময় সদরের বেমরতা বৈটপুর এলাকায় দাউদ শেখ ও লাকি দম্পতি নিজেদের বসতঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার বাগেরহাট সদর মডেল থানার এসআই দীপক লাশ দুইটির সুরতহাল করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। তবে আত্মহত্যার কারন জানা যায়নি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...

রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি সম্ভব নয়

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে কখনোই স্থায়ী শান্তি...

১ মে থেকে সারাদেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

ঢাকা অফিস: লাগাতার লোকসানের মুখে এবং পোল্ট্রি খাতে সিন্ডিকেট...

 ঘুষ চাওয়ায় খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা, ৭০ হাজার টাকা উদ্ধার

খুলনা অফিস: খুলনা সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের...