পটুয়াখালীতে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ‘পুরস্কার নয় অংশগ্রহন মূল কথা’, জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার ছাত্র-ছাত্রীদের দুইদিনব্যাপী ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা জেলা পর্যায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি জেলা শাখার আয়োজনে বুধবার ডিসি স্কয়ার মাঠে ছাত্র-ছাত্রীদের দুই দিনব্যাপী ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা জেলা পর্যায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাসুদ উল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান।

আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুলতান আহমেদের সঞ্চালনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, প্রতিযোগিতা কমিটির আহবায়ক সহকারী কমিশনার পাপিয়া সুলতানা লিজা ও সহকারী জেলা শিক্ষা অফিসার জব্বার প্রমুখ।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আইয়ুব আলী খান, সহকারী পরিদর্শক আবু হানিফ, খেলা পরিচালনা কমিটির আহবায়কসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি, সনদ এবং পুরস্কার তুলে দেন।

‘জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার ছাত্র-ছাত্রীদের দুই দিনব্যাপী ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তারা আগামী ২১ ও ২২ অক্টোবর বরিশাল বিভাগীয় অঞ্চলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

মাদ্রাসাছাত্রী অপহরণ: যশোরে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে...

বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বিরোধের...

মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক-হেলমেট

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় হেলমেট ও মাস্ক পরে...

মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন, পরীমনির বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা...