রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: ‘বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ’, এ স্লোগানে সুন্দরবন দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ম্যানগ্রোভ সভাঘরে সুন্দরবন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক কল্যাণ ব্যাণার্জী।
সদস্য সচিব মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, অধ্যাপক ইদ্রিস আলী, জেলা বাসদের সংগঠক নিত্যানন্দ সরকার, জেলা গণ ফোরামের সভাপতি আলীনুর খান বাবুল, সাংবাদিক রঘুনাথ খাঁ, অ্যাডভোকেট মনির উদ্দিন, মনিরুজ্জামান, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উন্নয়ন কর্মী লুইন রানা গাইন, উদিচীর সাধারণ সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, ডিবিসির সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইনসহ অন্যরা।
বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য মায়ের ভূমিকা পালন করে। যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে মায়ের মত বুক পেতে দিয়ে উপকূলকে রক্ষা করে। এছাড়া উপকূলীয় মানুষের জীবিকার একমাত্র কেন্দ্র সুন্দরবন। অথচ মানুষের অত্যাচারে সুন্দরবনের জীববৈচিত্র ধ্বংসের দ্বারপ্রান্তে। সুন্দরবন নির্ভর মানুষের পাশাপাশি ভ্রমণের নামে মানুষ প্লাস্টিকসহ নানা বর্জ্য সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন নদীতে ফেলে মারাত্মক ক্ষতি করছে। সুন্দরবনে বাড়ছে বনদস্যুদের উৎপাত। জেলেদের জিম্মি করে আদায় করা হচ্ছে মুক্তিপণ। এখনই সুন্দরবনকে রক্ষা করা না গেলে উপকূল থাকবে না। উপকূল না থাকলে আমরাও থাকবো না। অবিলম্বে সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনাসহ কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা।
স্বাআলো/এস