নিজস্ব প্রতিবেদক: যশোরের নবাগত পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বিপিএম (বার), পিপিএম দায়িত্বভার গ্রহণ করেছেন।
সোমবার (৮ জুলাই) বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন।
এসময় নবাগত পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন যশোর জেলা পুলিশের কর্মকর্তারা।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, খুব দ্রুতই যশোরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করবেন নবাগত পুলিশ সুপার মাসুদ আলম। ইতোমধ্যে সে আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।
উল্লেখ্য, মাসুদ আলম মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। গত ২৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করে এক প্রজ্ঞাপনে তাকে যশোরে বদলি করা হয়। অন্যদিকে অতিরিক্ত ডিআইজির পদ পাওয়া যশোরের বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে পুলিশ হেড কোয়াটারে বদলি করা হয়।
স্বাআলো/এস