স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে দেশে ফিরেই তুমুল ব্যস্ত সময় পার করছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ, সমর্থকদের নিয়ে রোড শো এবং মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশাল সংবর্ধনাসহ আরো কত কি।
শুক্রবার (৫ জুলািই) রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের নিয়ে বিশেষ সংবর্ধনা দিয়েছে মহারাষ্ট্র বিধানসভা। যেখানে উঠে এসেছে ফাইনালের মহারণে সূর্যকুমারের আলোচিত সেই ক্যাচ।
রোহিত-কোহলির পথ ধরে অবসরে জাদেজা
বিধানসভা মঞ্চে সূর্যের সঙ্গে মজা করে রোহিত বলেছেন, বিশ্বকাপ ফাইনালে ডেভিড মিলারের ক্যাচ মিস করলে হয়তো দল থেকে বাদ পড়তে হতো তাকে। রোহিতের এমন কথায় পুরো সভায় হাসির রোল পড়ে যায়।
নিজের বক্তব্যে সূর্যকে টেনে রোহিত বলেন, দারুণ দলগত প্রচেষ্টায় জিতলাম। সূর্য একটু আগেই সবাইকে বললো, কীভাবে মিলারের মারা বলটা ওর হাতে বসে গিয়েছিলো। বলটা না ধরতে পারলে পরের ম্যাচে আমি ওকে নিশ্চিতভাবেই বসিয়ে দিতাম।
বিশ্বকাপ জয় করায় ঘরের ছেলেদের সংবর্ধিত করায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও ধন্যবাদ জানিয়েছেন রোহিত।
মুখ্যমন্ত্রী আমাকে বললেন যে, আগে বিধান ভবনে এ রকম অনুষ্ঠান আয়োজিত হয়নি। ১৩ বছর পর দেশকে বিশ্বকাপ জেতাতে পেরে স্বপ্ন পূরণ হয়েছে আমার।
বিশ্বকাপ জিতে রেকর্ডের বন্যা ভারতের
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান প্রয়োজন ছিলো দক্ষিণ আফ্রিকার। প্রথম বলেই লো ফুলটস দেন হার্দিক পান্ডিয়া। বেশ জোরের সঙ্গে উড়িয়ে মারলেও বাউন্ডারি লাইনে ধরা পড়েন ডেভিড মিলার। আর এতেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ভারত।
ফাইনালের গুরুত্বপূর্ণ মুহূর্ত ক্যাচ নেয়ায় দলের পক্ষ থেকে বিশ্বকাপ ফাইনালের সেরা ফিল্ডারের পুরস্কার পান সূর্যকুমার। ম্যাচ শেষে তার হাতে পুরস্কার তুলে দেন বিসিসিআই সচিব জয় শাহ।
স্বাআলো/এস