খেলাধুলা

পাকিস্তান সিরিজে ফিরছেন তাসকিন

| July 31, 2024

স্পোর্টস ডেস্ক: কাঁধের চোটের কারণে টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তাসকিন আহমেদ। যে কারণে চলতি বছরে টাইগারদের হয়ে এখনো পর্যন্ত সাদা পোশাকের কোনো ম্যাচে খেলেননি এই স্পিড স্টার। তবে বিরতি কাটিয়ে আবারো টেস্ট ক্রিকেটে ফিরছেন তাসকিন। সে জন্য ব্যক্তিগত অনুশীলনও অব্যাহত রেখেছেন। আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেই দেখা যেতে পারে তাসকিনকে।

বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তাসকিনের টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে তিনি বলেন, তাসকিনের কালকে একটা অ্যাসেসমেন্ট ছিলো সেটা হয়ে গেছে বোধহয়। ওকে বিবেচনা করা হচ্ছে যেটা সিলেক্টরদেরই কল, তো ওকে কনসিডার করা হচ্ছে। ওকে লাল বলের বিবেচনায় রেখেছে সিলেক্টররা। সিলেকশনের ব্যাপারটা যখন ফাইনাল টিম দেয়, তখন আপনারা বুঝতে পারবেন।

‘বেশিরভাগ সংবাদ এবং তথ্য গুজব’, ঘুম-কাণ্ড নিয়ে তাসকিন

‘এ’ দলের হয়ে পাকিস্তান সিরিজে খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম ও মুমিনুলসহ জাতীয় দলের কয়েকজন নিয়মিত ক্রিকেটারও। এ প্রসঙ্গে জালাল বলেন, প্ল্যানটা নিশ্চয়ই সিলেক্টর রাজ্জাক ব্যাখ্যা করেছে। এখানে কিছু মেইনস্ট্রিমের প্লেয়ার আছে প্রায় ছয়জনের মত। এর পরপরই সেখানে জাতীয় দলের টেস্ট সিরিজ আছে। আমাদের যেহেতু পাকিস্তানে প্রাকটিস ম্যাচ নাই সেহেতু আমাদের মেইনস্ট্রিমের কিছু খেলোয়াড় প্রথম এ টিমে যাচ্ছে। যাতে তাদের সেখানে প্র্যাকটিসটা হয়ে যায়। সেজন্য তাদের অন্তভুর্ক্ত করা হয়েছে।

এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকা এবাদতকে নিয়ে জালাল বলেন, এবাদত স্টিল ইজ রিকভারিং। তার সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে। সে অলমোস্ট ৭০ পার্সেন্ট এর মতো রিকভার করেছে। সে বলছে আশা করি আরো দুই মাসের মধ্যে ইমপ্রুভ করবে। এখনো সে রিকভার রিহ্যাবের মধ্যেই আছে এখন দেখা যাক।

স্বাআলো/এস

Debu Mallick