প্রথমবার ওয়েব ফিল্মে তটিনী

বিনোদন ডেস্ক: খুব অল্প সময়েই নিজ অভিনয়গুণে দর্শকদের মন কেড়েছেন তানজিম সাইয়ারা তটিনী। ইতোমধ্যে বেশ কয়েকটি কাজ করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন তটিনী। গত ২৬ জুলাই দেশের একটি গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

এর আগে আগেও একটি অ্যানথোলজি সিনেমা ‘এই মুহূর্তে’র ‘কল্পনা’পর্বে ওটিটির পর্দায় দেখা গিয়েছিলো তটিনীকে। নাম ঠিক না হওয়া নতুন ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন সানী সানোয়ার।

তবে সিরিজটির গল্প ও নিজের চরিত্র সম্পর্কে এখনই বলতে নারাজ তিনি। পরিচালক নিজেই নাকি সময় হলে সিনেমাটির বিস্তারিত প্রকাশ করবেন বলে জানালেন তটিনী।

তিনি বলেন, আমার মনে করি, যেকোনো কাজের শুরুটা ভালো কিছু দিয়ে হওয়া উচিত। কল্পনা দিয়ে ওটিটিতে পা রেখেছিলাম আমি। বেশ প্রশংসিতও হয়েছে কাজটি। এর মধ্যে অনেক কাজের প্রস্তাব পেলেও করিনি। কারণ ওয়েব ফিল্মে কাজের প্রতি আস্থা তৈরি না হলে করা ঠিক না। তাই এত দিন ওয়েবে কাজ করা হয়নি।

তটিনী বলেন, ওয়েবের কাজগুলো সাধারণত সময় নিয়ে, প্রস্তুতি নিয়ে নির্মিত হয়। ভালো কাজের সুযোগ থাকে এখানে। নতুন সিরিজটির গল্প, চরিত্র ও নির্মাণের পরিকল্পনা শুনে ভালো কাজের বিশ্বাসের জায়গাটি পেয়েছি। তাই রাজি হয়েছি।

জানা গেছে, আগামী ৫ আগস্ট থেকে ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা রয়েচে। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে সেটা পেছাতে পারে।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ৫ থেকে ১৫ আগস্ট পর্যন্ত আমার অংশের শুটিং হওয়ার কথা। এখন পর্যন্ত শুটিং শিডিউল ঠিকঠাক আছে। তবে দেশের পরিস্থিতির কারণে ওই তারিখে শুটিং নাও শুরু হতে পারে। পরিস্থিতি বুঝে কিছুদিন পিছিয়ে যেতে পারে।

প্রসঙ্গত, ইতোমধ্যে তিনটি নাটকের শুটিংও শেষ করেছেন তটিনী। নাটকগুলো হলো— রাফাত মজুমদার রিংকুর ‘ভালোবাসার আদরে’, রুবেল হাসানের ‘বউয়ের বিয়ে’ ও মাসিকুল আলমের নাম ঠিক না হওয়া একটি নাটক। আরেকটি নাটক শুটিং শুরু হলেও দেশের বর্তমান পরিস্থিতির কারণে আপাতত বন্ধ আছে।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তা, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র...

যশোরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে...

ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে...

সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

রোদের দাপটে গরমের অনুভূতি বাড়ার সম্ভাবনার পাশাপশি সারাদেশে বজ্রসহ...